Zahid sire is one of the most genuine teachers / people I've ever met. His helpfulness, guidelines & encouragement have made my HSC journey & admission journey a lot easier. May Allah bless him & his family (Zahid's Chem Clinic included).
Chemistry বিষয়টি যে মজার ও interesting হতে পারে তা আমি বুজতে পারি জাহিদ স্যারের ক্লাস করার মাধ্যমে। স্যারের ক্লাস করার পর আমার Chemisry ভীতি অনেক Strong হয়, যা পরবর্তীতে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক সাহায্য করে।
ফার্স্ট ইয়ারে স্যার অনুশীলনীর প্রশ্নের উপর গুরুত্ব দিতেন,যা পরবর্তীতে মেডিকেল এডমিশনে প্রচুর হেল্প করেছে।
Zahid sir is one of the best chemistry teacher I have ever been had. His way of explaning complex topics in a simple and engaging manner makes chemistry much easier to understand. He always encourages students to think logically rather than just memorizing reactions.
Zahid sir is one of the best chemistry teacher I have ever been had. His way of explaning complex topics in a simple and engaging manner makes chemistry much easier to understand. He always encourages students to think logically rather than just memorizing reactions.
রসায়ন কে একদম বেসিক ক্লিয়ার করার ক্ষেত্রে জাহিদ স্যার এর কোন তুলনা হয়না। একবার পড়া না বুঝলে ক্লাস শেষে পড়াটা বুঝিয়ে দিতেন স্যার। বেসিক ক্লিয়ার থাকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় রসায়নে সব উত্তর সঠিক হয়েছিল। May Allah bless you for Zahids Chem Clinic.
জাহিদ স্যার এর কাছে পড়ার আগে HSC লেভেল এর Chemistry সম্বন্ধে একটা ভয় কাজ করতো, যেটা পরে কেটে দিয়েছিল। উনি খুবই ভালোভাবে বুঝিয়ে দিতেন মনে রাখার জন্য। উনি আমাদের কাউন্সেলিংও করেছিলেন। সর্বোপরি স্যারকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি ফারিহা HSC এর শুরু থেকেই কেমিস্ট্রিতে একটি শক্ত প্রিপারেশন ও বেসিক মজবুত করা একাডেমিক ও এডমিশন দুটোর জন্যই শুরুত্বপূর্ণ । আর এরকম প্রিপারেশনের জন্য শুরু থেকেই জাহিদ স্যারের কাছে কেমিস্ট্রি পড়া শুরু করি। স্যারের প্রতিটি ক্লাস অনবদ্য ছিল। শুরু থেকেই স্যার ক্লাসে বেসিক মজবুতের দিকে বেশি লক্ষ্য রাখতেন। জাহিদ স্যারের কেমিস্ট্রি ক্লাসের মাধ্যমে তাই আমার মেডিকেল প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়। ফলে, জাহিদ স্যারের প্রতিটি ক্লাস করার মাধ্যমে কেমিস্ট্রি একটি সহজ সাবজেক্ট পরিণত হয়। Zahids Chem Clinic এর জন্য অনেক শুভকামনা।
Zahid's Chem Clinic, HSC এর সময়টুকুতে ছিল রসায়নের জন্য নির্ভরতার স্থান। 'ক্লাসের পড়া ক্লাসে শেষ রসায়ন বুঝলে লাগে বেশ' এই বাণী নিয়ে তিনি ক্লাস নিতেন, এবং আসলেই, খটমটে রসায়নের অধ্যায়গুলো হতো পানির মতো সহজ। এই বেসিকগুলোই পরবর্তীতে মেডিকেল এডমিশ্নের পড়ালেখাকে সহজ করেছিল। স্যারের প্রতি সবসময় কৃতংজ্ঞ থাকবো।
স্যার, একজন অসাধারণ মানুষ। শুধুমাত্র শিক্ষক হিসেবেই নয়। তিনি আমাদের সাথে অনেক আন্তরিক ছিলেন। যেকোনো সময় স্যার কে সমস্যার কথা জানাকে তিনি খুব দ্রুতই তা সমাধান করে দিতেন। স্যার প্রায়ই আমাদের খোজখব্র রাখতেন। পড়ালেখা সাফল্য ইত্যাদির খবর রাখতেন। স্যারের জন্য অনেক দোয়া রইল, Zahids Chem Clinic এগিয়ে যাক বহুদূর।
Zahid sire is one of the most genuine teachers / people I've ever met. His helpfulness, guidelines & encouragement have made my HSC journey & admission journey a lot easier. May Allah bless him & his family (Zahid's Chem Clinic included).
Zahid Sir is one of the most passionate and genuine teachers I have ever come across. He truly connects with his students and cares for them in a way that sets him apart from others. He does full justice to the word 'Teacher.' I hope he always remains this way. May Allah bless him and his family.
এইচএসসি রসায়ন এর কোর্সগুলো খুব ভালোভাবে শেষ করিয়েছেন। স্যার জটিল বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা অধ্যায় এমনভাবে বুঝিয়েছেন, আমার ভর্তি পরিক্ষা পর্যন্ত কাজে দিয়েছে।
এইচএসসি রসায়ন এর কোর্সগুলো খুব ভালোভাবে শেষ করিয়েছেন। স্যার জটিল বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা অধ্যায় এমনভাবে বুঝিয়েছেন, আমার ভর্তি পরিক্ষা পর্যন্ত কাজে দিয়েছে।
Ali Azgor
Intenational Islamic University Chittagongজাহিদ স্যার এর কাছে পড়ার আগে HSC লেভেল এর Chemistry সম্বন্ধে একটা ভয় কাজ করতো, যেটা পরে কেটে দিয়েছিল। উনি খুবই ভালোভাবে বুঝিয়ে দিতেন মনে রাখার জন্য। উনি আমাদের কাউন্সেলিংও করেছিলেন। সর্বোপরি স্যারকে ধন্যবাদ।
Pushpita Das
Khulna Medical College